আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ কমিটির প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন । এছাড়ও বক্তব্য দেন, পুলিশ সুপার ফাহাত আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
ফাইনালে খেলায় পারখুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা সরকারি বিদ্যালয়কে পরাজিত করে এবং বালিয়াডাঙ্গী উপজেলার দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে পীরগঞ্জ উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।