14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া এনএসআই আটক

admin
September 15, 2015 7:45 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাজিউর রহমান (২২) ও ফজলুর রহমান(৫৫) নামে দুই ভুয়া এনএসআই সদস্যকে আটক করে পুলিশ।

সোমবার দিবাগত রাত্রে সদর উপজেলার ভেলাজান আলাদি হাট থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে পাঠিয়ে দেয়। আটককৃতরা বালিয়াডাঙ্গী উপজেলার ভানর সরকার পাড়া ইসয়াসির আলীর ও মৃত: দবির উদ্দীনের ছেলে। ঠাকুরগাঁও থানার এসআই আনরসোপ জানান আটককৃতরা আলাদিহাট এলাকার লোকজনের সাথে গোয়েন্দা সদস্য কখনো পুলিশ, কখনো এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও ভয়ভীতি দেখিয়েছিল।

এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান আটককৃতরা ঠাকুরগাঁওয়ের ৫ই জানুয়ারী নির্বাচনী প্রিজাইডিং অফিসার হত্যা মামলার আসামী এব্যাপারে ঠাকুরগাঁও থানার এসআই সিরাজুল উদ দৌলা বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করে।

http://www.anandalokfoundation.com/