বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৫সেপ্টেম্বর)বিকেলে উপজেলা কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও -১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।।
এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস প্রমুখ।
পরে সংসদ সদস্য ও জেলা প্রশাসক মেলার স্টলগুলো ঘুরে দেখেন।মেলায় ঠাকুরগাঁও উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে একটি করে স্টল তৈরি করা হয়েছে।