13yercelebration
ঢাকা

ঠাকুরগাঁওয়ে আবারো সড়ক দূর্ঘটনা- আহত.২

admin
September 17, 2015 8:10 am
Link Copied!

আব্দুল আওয়ালঃ ঠাকুরগাঁও প্রতিনিধি । ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ট্রোলির সংর্ঘষে ড্রাইভার ও হেলপার আহত । আজ সকাল ৯টায় সদর উপজেলার ময়দানডিগির কুশার সেন্টার সংলগ্ন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সূত্রে যানা যায়, পাথর বোঝাই একটি ট্রাক ময়দানডিগির কুশার সেন্টার সংলগ্ন রাস্তায় আশা একটি ট্রোলির সংঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ভিতরে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর ভাবে আহত হয়।  আহতরা হলেন,দৌলোতপুর চুয়াডাঙ্গা গ্রামের মজিদ এর ছেলে ফারুক(২৭),একই গ্রামের মিসের আলীর ছেলে মাহবুব(২৮)।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

http://www.anandalokfoundation.com/