দেশে ক্রিয়াশীল প্রগতিশীল ট্রেড ইউনিয়নগুলোর নতুন জোট গঠিত হয়েছে। ‘শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলন’ নামের এই নতুন জোটটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।
আজ রোববার দুপুরে তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে এক যৌথসভার মধ্য দিয়ে এ জোট গঠিত হয়েছে।
মনজুরুল আহসান খান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন। পরে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সিপিবি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, নির্বাহী সভাপতি হারুনার রশীদ ভূইয়া, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ, বাংলাদেশের সূতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক জলি তালুকদার, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকারসহ আরও অনেকে অংশ নেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি জনগণ আজ নানা সমস্যায় জর্জরিত। দেশীয় শিল্পের বিকাশ নানা কারণে আজ বাধাগ্রস্থ। এই সঙ্কট মোকাবেলায় শ্রমিক আন্দোলন দানা বাঁধতে শুরু করলেই নেমে আসে দমন-পীড়ন। বাংলাদেশের শ্রমিক নেতৃত্বের অধিকাংশই আজ আপোষমুখি ও ধনিক শ্রেণির পকেটস্থ। স্বত:স্ফূর্তভাবে গড়ে ওঠা শ্রমিক আন্দোলন আজ সুবিধাবাদীদের হাতে পথ হারা। এ কারণে নতুন শ্রমিক সংগঠনগুলোর এ নতুন জোট গঠন করা হয়েছে।
বৈঠকে আগামী শনিবার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলন’ গণতান্ত্রিক শ্রম আইন ও জাতীয় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।