13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব শুরু

admin
December 1, 2018 6:10 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব।

জেলা ফিল্ম সোসাইটি ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের প্রিয়া সিনেমা হলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি খাইরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, ফিল্ম সোসাইটির সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে প্রর্দশন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’। এ ৫ দিন প্রদর্শিত হবে, গেরিলা, আগুনের পরশমনী, হীরক রাজার দেশে, দিপু নাম্বার-২সহ মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সামাজিক ১৫ টি সিনেমা। প্রতিদিন বেলা ১২ টা, বিকাল ৩ টা ও সন্ধ্যায় ৬ টায় প্রর্দশিত এ সিনেমা সবার জন্য উন্মুক্ত থাকবে।

http://www.anandalokfoundation.com/