ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ৫ দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ জাতীয় কুটির শিল্প সমিতির (নাসিব) আয়োজনে শুরু হয়েছে।
সকালে নাসিব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করা হয়।
নাসিব জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স সভাপতি মীর নাসির উদ্দিন, ঢাকা স্কিটি প্রধান অনুষদ সদস্য মুনজুরুল হক, ঝিনাইদহ বিসিক উপ-ব্যবস্থাপক লুৎফর রহমান, বিসিক সম্প্রসারণ কর্মকর্তা সেলিনা রহমান, বিসিক শিল্প নগরী স্টেট কর্মকর্তা আব্দুস সালাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বিসিক মালিক সমিতির সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস।
অনুষ্ঠানের শুরুতে ২৭ হতে ৩১ মে ৫ দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।