স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ॥ ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম), ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বিমল সাহা, আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দেশ রুপান্তর’র ঝিনাইদহ প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় জেলার সর্বস্তরের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পত্রিকার পরিবেশকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।