ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জয়সান ইয়োগা এন্ড ওয়েলনেস সেন্টার এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডেস্ক
March 17, 2023 5:16 pm
Link Copied!

বাংলাদেশে যোগ শিক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়ার অন্যতম প্রতিষ্ঠান জয়সান ইয়োগা এন্ড ওয়েলনেস সেন্টার এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

গত ১৩ মার্চ রাজধানীর ধানমন্ডি শাখায়, ১৫ মার্চ পান্থপথ শাখায় ও ১৬ মার্চ বনানী  শাখায় জয়সান ইয়োগা সেন্টার এর ৬ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

বাংলাদেশে যোগের মাধ্যমে সুস্বাস্থ্য  নিশ্চিত করন, যোগ শিক্ষার প্রসার এবং গবেষণা মূলক কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০১৭ সালের ১৩ ই মার্চ এই যোগ সেন্টারটির যাত্রা শুরু করে প্রতিষ্ঠাতা কুশল রায় জয় ও সঞ্চিতা সরকার।

বর্তমানে জয়সান ইয়োগায় যেসকল অল্টারনেটিভ স্বাস্থ্য বিষয়ক সেমিনার, কর্মশালা ও সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: যোগ প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, আয়ুর্বেদিক নিউট্রিশন কোর্স, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বা ফেংসুই, আকুচিকিৎসা, পেন্ডুলাম, নাচ, গান, ছবি আকা, মার্শাল আর্ট সহ আরোও কিছু, যা একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা প্রদান, পেশাগত দক্ষ বৃদ্ধি এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে সহায়তা করবে।

প্রতিষ্ঠাতা কুশল রায় জয় জানান, আপনাদের সকলের সহোযোগিতায় ও আশীর্বাদে জয়সান ইয়োগা এখন ৫ টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ও ৬৯ টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে। জয়সান ইয়োগার প্রতিটি কোর্স আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই এই প্রতিষ্ঠান থেকে কোন কোর্স করলে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। বর্তমানে তাদের ঢাকায় ৪ টি ও কক্সবাজারে ১টি শাখা আছে। এই ৬ বছরে জয়সান ইয়োগা থেকে ১০২ জন যোগ প্রশিক্ষক কোর্স, ৩৩ জন সুযোক/আকুথেরাপি ও ৩০ জন আয়ুর্বেদিক নিউট্রেশন প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। জয়সান ইয়োগা আপনাদের সকলের সহোযোগিতা ও শুভকামনা প্রার্থনা করছে।

উল্লেখ্য, ইয়োগা ভারতী অ্যাওয়ার্ড প্রাপ্ত কুশল রায় জয় ভারত থেকে যোগ চিকিৎসার উপরে স্নাতকোত্তর করার পর বাংলাদেশে এসে এসকল চিন্তা ভাবনা শুরু করেন আর তার সাথে যুক্ত হয় সহধর্মিনী সঞ্চিতা সরকার যিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে।

http://www.anandalokfoundation.com/