নিউজ ডেস্কঃ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় দুই মার্কিন মিশনারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার, দেশটির সেন্ট ম্যারী শহরের আলবিয়ন মাউন্টেন এলাকায় ওই দুই মার্কিন মিশনারি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার, দিনের কোন এক সময় এদেরকে হত্যা করা হয় বলে ধারনা করছে পুলিশ। নিহতদের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ এরইমধ্যে অভিযানে নেমেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ওই দুই মার্কিনী সুবিধাবঞ্চিত ও গৃহহীনদের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণ করে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে থাকতেন।