13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে জামায়াতের জটিকা মিছিল

admin
January 3, 2016 11:25 pm
Link Copied!

হাফিজুল ইসলাম, জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজার জুড়ী উপজেলায় সকাল ৮ টায় মতিউর রহমান নিজামির মুক্তির দাবিতে মিছিল বের করে জুড়ী উপজেলা শাখা জামায়াত ইসলামী নেতাকর্মীরা, জুড়ী উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান নেতৃত্বে জুড়ী চৌমোহনা মসজিদের সামনে থেকে শুরু হয় ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া আরো উপস্তিত ছিলেন শ্রমিক কল্যন ফেডারেশন জুড়ী উপজেলা শভাপতি লুতফুর রহমান আজাদী, সাভেক মৌলভীবাজার জেলা সাংকৃতিক সম্পাদক সাখাওত হুসেন, জুড়ী  ছাত্রশিবিরের শভাপতি আব্দুস সাওার,আলমগীর হুসেন ,প্রমুখ।

http://www.anandalokfoundation.com/