বিশেষ প্রতিবেদকঃ দিনাজপুরের ৫ বছরের পুজা দাসের উপর নৃশংসতা, ঝিনাইদহের স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতবাগের হাটের মোল্লা হাটে হিন্দু গৃহবধুকে ১৫ দিন আটকে রেখে ধর্ষন, বগুড়া, নিলফামারী, কুতুবদিয়া সহ সহ সারা দেশে সম্পত্তি দখল, নারী অপহরণ, ভিটে মাটি উচ্ছেদ, দেশ ত্যাগে বাধ্য করণ, পটুয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষন আসামী সহ সকল খুনি, দুস্কৃতিদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইবুনারে বিচার এবং ফাঁসীর দাবীতে হিন্দু মহাজোটের এক মানব বন্ধন।
আজ ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
মানব বন্ধন শেষে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায় এর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী দাস, মানিক চন্দ্র সরকার, ডাঃ এম কে রায়, সুভাষ সাহা, বিবি গোস্বামী, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সুবীর সাহা, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস, লায়ন বিমল শীল, লায়ন সমীর দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক প্রতীভা বাকচী, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, যুব বিষয়ক সম্পাদক সমীরন বড়াল, হিন্দু সাংস্কৃতিক মহাজোটের সভাপতি সাধন লাল দেবনাথ, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মণিশঙ্কর হালদার, সাজন মিস্ত্রি, দিপঙ্কর সিকদার, বিপুল চন্দ্র সরকার, হিন্দু যুব মহাজোট এর সভাপতি সুমন কুমার রায়, নির্বাহী সভাপতি দেবাশীষ সাহা, সাধারণ সম্পাদক মিল্টন বসু, সুশান্ত বৈদ্য, শ্যামল মজুমদার, সজিব মৃধা, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিহার প্রামাণিক, সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার, সাংগঠণিক সম্পাদক সাজেন বল, হরেকৃষ্ণ বাড়–রী, জীবন ধ্র“ব বারুরী, নয়ন সাহা প্রমূখ বক্তব্য প্রদান করবেন।
বক্তাগণ একটি ৫ বছরের অবুঝ শিশুকে ব্লেড দিয়ে যৌনাঙ্গ ফেরে ধর্ষন এর নজীর পৃথিবীতে নেই। ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছুরিাকাঘাত, বাগেরহাট জেলার মোল্লাহাটে ঘরে আটক রেখে দিনের পর দিন ধর্ষন, বাধা দেওয়ায় তরোয়ারের আঘাতে পা কর্তন, মন্দির প্রতিমা ভাংচুর, গ্রামে নিরব চাঁদা আদায়ে অতিষ্ঠ এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিরবে দেশ ত্যাগ করছে। ফলাফল বাংলাদেশ ধীরে ধীরে হিন্দু শুন্য হতে চলছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও একের পর এক নৃশংস ঘটনা ঘটেই চলেছে।
বক্তাগণ পুজা দাসের সধর্ষনকারীদ্বয়ের ফাঁসী ও অন্যান্য অপরাধীদেরকে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার পূর্বক কঠোর শাস্তি দাবী করবেন। বক্তাগণ এদেশ থেকে হিন্দু শুন্য হওয়া রোধ কল্পে, হিন্দু সুরক্ষা আইন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয়, ও জাতীয় সংসদে সংরক্ষিত আইন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবী জানাবেন।