ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

admin
August 7, 2017 4:24 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের হাতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তের বিরুদ্ধে দায়ের হওয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে জগদীশের নিজ গ্রাম বাহাদুপুরের শতশত লোকজন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসে। পরে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল চন্দ্র বাড়ৈ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, জগদীশের নিজ গ্রামের প্রবীন ব্যক্তি সুনীল হালদার প্রমুখ।

বক্তারা ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবী জানান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

উল্লেখ্য শনিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্তকে বাড়ির পাশের বাহাদুরপুর বাজারের একটি দোকানে স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলেন। এসময় র‌্যাব সদস্যরা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। আটকের আট ঘন্টা পর রাত তিনটার দিকে ৫০পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করে বরিশাল র‌্যব-৮সদস্য ডিএডি মো. আলী হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন,যার নং-২।

http://www.anandalokfoundation.com/