যশোর প্রতিনিধিঃ চৌগাছায় ইভটিজিংয়ের অভিযোগে শফিকুল ইসলাম (২৫) নামে এক চা দোকানিকে আটক করে পুলিশ। তবে রাজনৈতিক কারণে পরে ভিকটিম তার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় পুলিশ টিজারকে ছেড়ে দিয়েছে।
আটকের পর মুক্ত শফিকুল উপজেলার হাজরাখানা গ্রামের দ্বীন আলী বিশ্বাসের ছেলে। একই গ্রামের শওকত আলীর মেয়ে আল্পনা খাতুন নাইসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
চৌগাছা থানায় দেওয়া আল্পনা খাতুনের অভিযোগ থেকে জানা যায়, সে চৌগাছা মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে আসা-যাওয়ার পথে একই গ্রামের চা বিক্রেতা শফিকুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সে অনেকবার নিষেধ করলেও শফিকুল একাজ থেকে বিরত না হয়ে বরং আরও বেশি করে তাকে বিরক্ত করতে থাকেন। নিরুপায় হয়ে সোমবার দুপুরে আল্পনা তার বাবা শওকত আলী ও তার মাকে নিয়ে থানায় এসে শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে চৌগাছা থানার পুলিশ সন্ধ্যায় শফিকুলকে তার দোকান থেকে আটক করে।
এব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘আমি সারাদিন থানায় ছিলাম না। যেকারণে বিষয়টি সর্ম্পকে বলতে পারছি না।’ শফিকুলকে আটককারী এসআই মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, ‘ভিকটিম এবং আসামি পক্ষ আপস-মীমাংসা করে শফিকুলকে ছাড়িয়ে নিয়ে গেছে।’ এব্যাপারে আল্পনার সঙ্গে কথা বলতে চাইলে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তার পরিবারের এক সদস্য জানান, ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার নির্দেশে আল্পনা তার অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।