দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন : দিনাজপুর পুলিশ সুপার এর দিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তদারকিতে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের ভাদেরা গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা , মাদক বিকৃত নগদ ১৫ হাজার পাঁচশত টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্র-ন ১৩-৮৮-১২ একটি পিকআপ ভ্যানসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন (১) শ্রী রণজিৎ চন্দ্র রায় ৩০ পিতা শ্রী রমেশ চন্দ্র রায়, সাং মহাদানি ঝাড়ুয়া পাড়া, (২) শ্রী রাজ কুমার রায় ৫২ পিতা-মৃত ধনেশ্বর রায়,(৩) শ্রী নন্দ কিশোর ৪৫ পিতা-মৃত দীনেশ চন্দ্র রায় সাং ভাদেরা সকলের থানা চিরিরবন্দর জেলা দিনাজপুর ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজুকরে আসামীদ্বয়কে কোটে প্রেরন করা হয়েছে।