সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ চন্দ্রপুরে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলনের পূর্বেই বিতরণ কার্ডে টিপসই নিয়েছে ডিলার। গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত কমিটি চন্দ্রপুরে। তদন্ত কমিটিকে চেয়ারম্যানের সহায়তায় ভুল বুঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে ডিলার। কার্ডধারীগণ চাল পেতে কর্মসূচি গ্রহন করবে।
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” খাদ্য বান্ধব কর্মসূচীর চাল খাদ্য গুদাম থেকে উত্তোলনের পূর্বে বিতরণ দেখিয়ে কার্ডধারীদের কাছ থেকে স্বাক্ষর ও টিপসই নিয়েছে ডিলার। কার্ডধারীরা চাল না পেয়ে টিপসই দিতে অস্বীকার করলে ভুল বুঝিয়েছে ডিলার।
চন্দ্রপুর ইউনিয়নের উত্তর চন্দ্রপুর এলাকার গরীব অসহায় ৩৭নং কার্ডধারী শাহআলমের কার্ডে দেখানো হয়েছে ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে চাল গ্রহন করেছে। একই এলাকার ৪০নং কার্ডধারী শাহজাহান, ১০নং কার্ডধারী ইসমত আরা, ৪৫নং কার্ডধারী সেকান সিকদার, ৪৩নং কার্ডধারী ফুলজান ও ১নং কার্ডধারী সিরিয়া বেগমের কার্ডে ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে চাল গ্রহন করেছে। অথচ সদর উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তর থেকে জানা যায় ডিলার ফিরোজ খান ও দবির উদ্দিন তালুকদার ২৮ সেপ্টেম্বর খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করেছেন। তাহলে কি ভাবে সম্ভব চাল উত্তোলনের ৮ দিন পূর্বে চাল বিতরণ করা।
চন্দ্রপুর গ্রামের ৪০১নং কার্ডধারী আনছের খালাসী, ৩৫৮নং কার্ডধারী সুলতান সিকদার, ৩৫৫নং কার্ডধারী মেহের জান, ৩৫৯নং কার্ডধারী ছায়েদা বেগম, ৩৬৫নং কার্ডধারী সুমী আক্তার, উত্তর চন্দ্রপুর গ্রামের ১৩নং কার্ডধারী সরুলা বেগম, ৪২নং কার্ডধারী কেতাব আলী মৃধা, বাহের চন্দ্রপুর গ্রামের ৪০৬নং কার্ডধারী সিরাজ সিকদার, ৪২০নং কার্ডধারী সামাদ সিকদারদের কার্ডে ৩০ সেপ্টেম্বর চাল বিতরণের তারিখ লেখা আছে। কিন্তু এ সকল কার্ডধারীগণ দ্বিতীয় ধাপে ১৫ কেজি চাল গ্রহন করেননি। কিন্তু পরবর্তীতেও তারা কোন চাল গ্রহণ করেননি বলে জানিয়েছেন।
চাল গ্রহনের টিপসই ও স্বাক্ষর হয়েছে তবুও কার্ডধারী সামাদ সিকদার, সিরাজ সিকদার, কেতাব আলী মৃধা, সুমি আক্তার, ইসমত আরা, শাহজাহান, শাহ আলম, সেকান শিকদার, সিরিয়া, সরুলা বেগম, ফুলজান, ছায়েদা বেগম, মেহের জান বেগম, সুলতান শিকদার, আনছের খালাসী সহ অনেকের সাথে আলাপ কালে জানায় দ্বিতীয় ধাপে যে ১৫ কেজি চাল বিতরণ দেখানো হয়েছে সে চাল তারা গ্রহন করে নাই। ডিলার ফিরোজ খান ও দবির উদ্দিন তালুকদার প্রথম ধাপে চাল বিতরণ করে কার্ড আটকে রাখে। পরবর্তীতে ৪ অক্টোবর ৩০ কেজি চাল দেয়ার নামে যখন ২৬ কেজি চাল দেয় তখন ২টা করে টিপসই নেয়। কারণ জানতে চাইলে ডিলার বলেছে প্রথম টিপ স্পষ্ট হয় নাই তাই দুইটা করে টিপসই লাগবে।
তারা আরও জানায়, এখন শুনছি আমাদের ভুল বুঝিয়ে ডিলার টিপসই নিয়েছে আর আমাদের চাল বিক্রি করে খেয়েছে। আমাদের চাল আমরা পেতে চাই। চাল না দেয়া হলে ডিলার, চেয়ারম্যান, মেম্বার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করব।
আমরা শুনেছি কর্তৃপক্ষ তদন্তে এসে পরিষদে বসে ডিলার, চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আলাপ করে চলে গেছে। আমরা পরিষদের বাহিরে অপেক্ষা করেও কর্মকর্তাদের সাথে আলাপ করতে পারিনি। আমরা চাই কর্তৃপক্ষ এর সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মোঃ গোলাম কিবরিয়া বলেন, আমরা শুক্রবার চন্দ্রপুর যাই। চেয়ারম্যান মেম্বারগণ বলেছে ডিলার চাল বিতরণ করেছে। আমার সামনে চাল বিতরণ করেনি। ইতিপূর্বে বলেছিলেন ডিলারদের চুরি করা চাল আপনাদের উপস্থিতিতে বিতরণ করতে হবে তাহলে সেদিন আপনি উপস্থিত থাকলেন না কেন? প্রশ্নের জবাবে তখন তিনি বলেন আপনার মনে রাখতে হবে শরীয়তপুরের ৬ উপজেলায় আমি একমাত্র কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করতে আলাপ হয় চন্দ্রপুর ইউপি সদস্য ওমর ফারুক মোল্যার সাথে। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। ডিলারদের সাথে আলাপ করেন।