14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সিএনজি চোর চক্রের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ

admin
January 22, 2016 1:57 pm
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের আটক ৬ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। ১৬ জানুয়ারি এই চক্রের সদস্যদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। এছাড়া, ছিনতাইকৃত ৮টি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, অভিযান চালিয়ে নগরীর ভাটিয়ারী এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আরো একজনকে আটক করা হয়।

পরে এই তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি উদ্ধার করা হয়। এছাড়া আন্তঃজেলা চক্রের সক্রিয় আরো ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে সিএনজি চুরি করে আসছিলো বলে জানায় পুলিশ।

http://www.anandalokfoundation.com/