চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ হামলা ও সংঘর্ষে একজন আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহত আইনজীবী হলেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ (৩৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন ওই আইনজীবীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে পুলিশের লাঠিচার্জে আহত হন ৬ চিন্ময় অনুসারী। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা হলেন- শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।
সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালত তোলা হয়। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৩টায় পুলিশ, সোয়াত ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
বিকেল ৪টার দিকে রঙ্গম কনভেনশন হলের সামনে প্রধান সড়কে চিন্ময় সমর্থকদের সঙ্গে ক্ষুব্ধ আইনজীবী ও জনতার সঙ্গে সংর্ঘষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী গুরুত্বর আহত হন। পরে আহত আলিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চিন্ময় কৃষ্ণে দাসের আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুরের পর মিচ মামলা করে আমরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করি। আদালত আবেদনটি আগামীকাল বুধবার শুনানির জন্য রেখেছেন। চিন্ময়ের অনুসারীরা সকাল থেকে শান্তিপূর্ণভাবেই আদালত ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। বিকেলে পুলিশ, বিজিবি বিনা উস্কানিতে সাধারণ সনাতনীদের উপর লাঠিচার্জ ও হামলা করে অনেককে আহত করেন। আদালত ভবনের নিচে এমন হামলা নজিরবিহীন। স্বাধীনতার পর এই প্রথম আদালতে এমন কলঙ্কজনক ঘটনা ঘটলো।