প্রচলিত চাকরির বাইরে অনেকেই চান মুক্তভাবে কাজ করতে। মুক্তভাবে কাজ করার ব্যতিক্রম এ পেশাটির নাম হল ফ্রিল্যান্সিং । ফ্রিল্যান্সিংকে বলা হয় মুক্তপেশা।
সম্প্রতি অনলাইনে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রটা বেশ সম্প্রসারিত হয়েছে। দেশের বহু তরুণ ও পেশাজীবী এবং উদ্যোক্তারা ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছেন। দিন দিন কেবল এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
এসব কথা জানান খুলনা আইটি’র অধ্যক্ষ শিলাদিত্য গাইন। নগরীর বড় মির্জাপুর রোডে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাতকার দেন তিনি।
আইটি খাতে কী ধরনের চাকরির সুযোগ আছে জানতে চাইলে খুলনা আইটি’র অধ্যক্ষ বলেন, কোম্পানির বিভিন্ন প্রকারভেদ অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েবডিজাইন, ই-মেইল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি কাজ করে থাকে।
কতোটুকু শিক্ষায় শিক্ষিত হলে আইটি শিক্ষা নেওয়া যায় এমন প্রশ্নের জবাবে শিলাদিত্য গাইন বলেন, ফ্রিল্যান্সিং এর জন্য সবচেয়ে বেশি যা লাগে তা হল ইচ্ছা।
ভাষাগত দক্ষতা এবং পড়তে পারা। সব কিছু বোঝার ক্ষমতা।কাজের দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
তিনি জানান, খুলনা আইটি থেকে প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং এবং জেনারেল ট্রেনিং করানো হয়।
খরচ সম্পর্কে তিনি বলেন, ফ্রিল্যান্সিং এ আমরা ৭টি কাজ শিখাই। পেমেন্ট আনার পদ্ধতিসহ নিজের কাছে টাকা আনা পর্যন্ত সব কিছু পাঁচ হাজার টাকা। এছাড়াও কাজ শেখানোর পর লাইফ টাইম সাপোর্ট তো সঙ্গে থাকছেই।