আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ধুরাইল গ্রামে শ্রী শ্রী হরি গোপাল চাঁদ মন্দির উদ্ভোধন করা হয়েছে।
হরিভক্ত হরিদাস গোসাইর বাড়িতে শুক্রবার মন্দির উদ্ভোধন ও উপজেলার মতুয়া মিশনের মাসিক সভায় রঙ্গলাল বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন সাংবাদিক মনিষ চন্দ্র বিশ্বাস, প্রবীর বিশ্বাস ননী, ব্যবসায়ী পরিমল বারিক, রনজিৎ সরকার প্রমূখ। সভায় হরিভক্তরা ভক্তিমূলক সংগিত পরিবেশন করেন ।