গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। বুধবার দুপুরে আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত স্বামীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাহাদুরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। এ ছাড়া এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালতের বিশেষ কৌঁসুলি এ্যাডভোকেট এ বি এম আফফান জানান, জাহাঙ্গীর আলমের সঙ্গে গাজীপুরের কাইঞ্জানুল গ্রামের হাছেন আলীর মেয়ে আয়েশা আক্তার লিজার বিয়ে হয়। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ আগস্ট স্বামীগৃহে লিজাকে মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক জাহাঙ্গীরকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জাহানারা ও জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট ফজজুল হক।