মতিয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকার বাঙ্গালী নদী থেকে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকার বাঙ্গালী নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে তার শরীর ও পেট ফুলে গেছে। লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।