মতিয়ার রহমান গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলায় মোটরসাইকেলসহ নুর আলম আকন্দ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক নুর আলম সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বক্স গ্রামের মৃত এমাজ উদ্দিন আকন্দের ছেলে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৫০ সিসির কালো রংয়ের একটি মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, নুর আলমের কাছে থাকা মোটরসাইকেলটি চোরাই করা। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের ইঞ্জিনের নম্বর বিআরটিএ’র মাধ্যমে যাচাই করা হবে।