13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গরিবের চাল লুটপাট করছে ক্ষমতসীনরা

admin
October 13, 2016 8:20 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ গরিব মানুষের নামে কার্ড ইস্যু করার কথা থাকলেও স্বচ্ছল ব্যক্তিরা কার্ড পাচ্ছেন। ডিলার নিয়োগ করা হয়েছে ক্ষমতাসীনদের নেতাকর্মীদের। তালিকা প্রণয়নের নামে বিপণন কার্ডও বিক্রয়ে ভাওতাবাজি করা হচ্ছে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এককথা বলেন।

দশ টাকা কেজি দরে চাল দেয়ার নামে ক্ষমতাসীনরা সারা দেশে গরিবের চাল লুটপাট করছে বলে অভিযোগ করেছেন তিনি।

দুদু বলেন, সিন্ডিকেটের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাভবান করার পায়তারা করা হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, যদি কেউ চাল চুরি করে কাউকে ছাড়া হবে না। এতে প্রমাণ করে গরিবের চাল চুরি হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে জনগণের কাছে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে দশ টাকা কেজি হিসেবে চাল, বিনামূল্যে সার, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ঘরে ঘরে চাকরি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবে। কিন্তু ক্ষমতায় যাওয়ায় সাত বছর পার হলেও দশ টাকা কেজি চাল দেয়া তো দূরের কথা, বিগত দিনে তাদের আমলে মোটা চালের মূল্য ৪০ ও অন্যান্য চাল ৫০/৬০ টাকায় কিনে খেতে মানুষের নাভিশ্বাস উঠেছে। নির্বাচনের আগে মিথ্যা ও ভাওতাবাজির প্রতিশ্রুতি দিয়ে দশ টাকা কেজি দরে চাল বিতরণ পদ্ধতি চালু করা হয়েছে কেবলমাত্র দলীয় নেতাকমী-সমর্থকদেরকে অবৈধ ও অনৈতিকভাবে লাভবান করার জন্য। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে মোটাতাজাকরণের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা শাসকগোষ্ঠীর জন্য বুমেরাং হবে।

তিনি বলেন, শাসকগোষ্ঠী যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয় এবং জনগণের কাছে কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই সেহেতু জনগণের সম্পদ লুট করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। বর্তমান অনৈতিক সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের সম্পদ লুণ্ঠন হবে এটাই দেশবাসীর বদ্ধমূল ধারণা।

সংবাদ সম্মেলনে মিরপুরের বিএনপি নেতা শামীম পারভেজকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহদপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

http://www.anandalokfoundation.com/