মধুখালী প্রতিনিধিঃ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় গন্ধখালী এলাকাবাসীর পক্ষ থেকে কামারখালী ইউনিয়নের গন্ধখালী বীরশ্রেষ্ঠ ক্লাবের উদ্দ্যেগে কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় উপলক্ষে বীরশ্রেষ্ঠ ক্লাবে এক সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন মোঃ কাদের খান। উক্ত অনুষ্ঠানে গন্ধখালী এলাকাবাসী একত্রিত হয়ে বিশিষ্ট শিল্পপতি মোঃ মুকুল মোল্লার নেতৃত্বে এবং এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবুকে) শুভেচ্ছা স্বরুপ একটি সোনার নৌকা উপহার দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- মোঃ মহিদ খান, মোঃ আরিফ মোল্যা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শহীদ সর্দার, মোঃ খবির মোল্যা, শরীফ ফকির এবং মোয়াজ্জেম হোসেনসহ গন্ধখালী এলাকাবাসী।