13yercelebration
ঢাকা

গণভবনের সংলাপে আরও ৫ সদস্যকে যুক্ত করতে ঐক্যফ্রন্টের চিঠি

admin
November 1, 2018 7:25 pm
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

এরইমধ্যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ সদস্য প্রতিনিধির নাম গণভবনে পাঠানো হয়েছে। তবে আজ আরও পাঁচ সদস্যকে যুক্ত করে ২১ সদস্যের তালিকা চূড়ান্ত করেছে ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার নতুন করে আরও ৫ সদস্যকে যুক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর চিঠি পাঠিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু।

গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওবায়দুল কাদের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমন্ত্রণে আজ ১ নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় সংলাপে অংশ গ্রহণের জন্য জাতীয় ঐক্যফন্টের পক্ষে ১৬ জন নেতৃবৃন্দের নামের তালিকা ইতিপূর্বে প্রেরণ করা হয়েছে। অনিবার্য কারণবশত: উক্ত তালিকার সাথে আরও ৫ জন নেতৃবৃন্দের নাম যুক্ত করা একান্তভাবে আবশ্যক। আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের সাথে এ বিষয়ে আমার কথা হয়েছে। উক্ত ১৬ জন নেতৃবৃন্দের সাথে নিম্নবর্ণিত আরও ৫জন যুক্ত হবে।

এই পাঁচজন নেতা হলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,  গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য এড. জগলুল হায়দার আফ্রিক, যুগ্ন সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ।

সংলাপে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন।

http://www.anandalokfoundation.com/