ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রতিটা বিভাগেই ক্যান্সার ও কিডনি ইনস্টিটিউট তৈরি করা হবে -স্বাস্থ্যমন্ত্রী

admin
December 29, 2019 11:07 pm
Link Copied!

দেশের আটটি বিভাগে শিগগির আটটি ক্যান্সার ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়াও আট বিভাগে আটটি কিডনি ইনস্টিটিউটও করা হবে। দু-একদিনের মধ্যে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে যাবে। নতুন করে আরো ৫০০ ইউনিট ডায়াগলসিস ও ৫০০ ইউনিট আইসিইউ বেড বাড়ানো হবে।

ঢাকায় ৩০০ বেডের ক্যান্সার ইনস্টিটিউটকে ৫০০ বেডে উন্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ রবিবার সন্ধ্যায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, দেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। ৮টি থেকে মেডিক্যাল কলেজ ৩৫টিতে উন্নীত হয়েছে।

অবকাঠামো ও যন্ত্রাপতির অভাব নেই। নেই শুধু জনবল। এখনো অনেক চিকিৎসকের পদ খালি। ইতোমধ্যে সাড়ে চার হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই আরো সাড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

http://www.anandalokfoundation.com/