গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের ১হাজার ৬শত ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ।
গত শুক্রবার(১৮ জুলাই) এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১৫শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।
আজ শনিবার এ পর্যন্ত এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে আমরা এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।