14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরকে পিটিয়ে মারল ছাত্রলীগ নেতা

admin
August 18, 2015 10:58 am
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ চুরির অভিযোগে রাজধানী ঢাকাতে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হাজারীবাগের গণকটুলীতে সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম রাজা (১৭)।

রাজার ফুফু রত্নার ভাষ্য অনুযায়ী, মোবাইল চুরির অভিযোগ দিয়ে বিকেলের দিকে ওই এলাকার ছাত্রলীগ নেতা আরজু রাজাকে নিয়ে যান। এরপর গণকতলী এলাকার ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর আরজুর লোকজন রাজাকে অচেতন অবস্থায় তার বাসার সামনে রেখে যান। স্থানীয়দের সহায়তায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হাজারিবাগ থানার ওসি মাইনুল ইসলাম এঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাজা হত্যাকান্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনার পর হাজারিবাগ এলাকার বাসিন্দার মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

http://www.anandalokfoundation.com/