মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দুপরে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় অডিটরিয়াম হলরুমে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান এবং অসহায় ৩০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে কাপড় বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, সাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আফম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলিল ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম শাহাজালাল।