বিশেষ প্রতিবেদকঃ এটিএম বা ডেবিট কার্ড জালিয়াতি করে দেশি-বিদেশি একটি প্রতারক চক্র প্রতি মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে নিত বলে দাবি করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ।
আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মুফতি মাহমুদ।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গত ১০ মার্চ জান্নাতুল ফেরদৌস নামের এক ব্যক্তি র্যাব-১০-এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র কার্ড (এটিএম/ডেবিট) জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্য সংগ্রহ করে। এর পর গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে অভিযান শুরু করে আজ বেলা ১১টায় শেষ করা হয়। এসব অভিযানে এই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—জালাল হোসেন সুমন (২৭), শাহ আজিজ সোহেল (৩৬), নুরে আলম (৪৫), মো. রানা (২৪), জহিরুল ইসলাম (৩৭), লুৎফর রহমান সুজন (৪২), মো. পারভেজ (২৩), মো. ওয়াহেদ (২০), আবদুল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও কামরুজ্জামান সুমন (৩০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া শাহ আজিজ সোহেল এই জালিয়াতি চক্রের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন দুবাইতে ছিলেন। সেখানে এরইন নামে একজন বিদেশির কাছ থেকে তিনি এই জালিয়াতির বিষয়ে শিখেছেন। এর পর দেশে ফিরে এসে তিনি কার্ড জালিয়াতির কাজ শুরু করেছেন।