‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ রবিবার ২৯ সেপ্টম্বর ২০২৪ বিকেল ৪ ঘটিকায় গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কামারখালী বাজার আউট লেট এজেন্ট শাখার কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের সাথে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কামারখালী এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ইনচার্জ ইউনুচ আলী এর সভাপতিত্বে ও আলী আশরাফ এর সঞ্চালনায় কামারখালী বাজার সৈয়দ আমীর আলি বিল্ডিং এর দো-তালায় ইসলামী ব্যাংক আউট লেট শাখার অফিস কক্ষে গ্রাহকদের সাথে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি,এল,সি মাগুরা শাখার প্রধান ও সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জামিনুর রহমান ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মাগুরা এজেন্ট শাখার পিন্সিপাল আলী রেজা ।
স্বাগতম বক্তব্য দেন কামারখালী ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ইনচার্জ ইউনুচ আলী । আরো বক্তব্য রাখেন কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজের প্রভাষক কলিমুল্লাহ, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা শোয়েবুর রহমান খাঁন, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক ধমীঁয় শিক্ষক মাওলানা নজির আহম্মেদ, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ , কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান প্রমুখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী চাঁদতারা জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা আমিন উদ্দিন জিহাদী প্রমুখ। পবিত্রকোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা নাজমুল হাসান । আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এর ধর্মীয়শিক্ষক ও ফেরীঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর ছাত্তার মোল্যা ।
পরিশেষে ডিপি এস খোলা সহ সকল গ্রাহকের সাখে সবল প্রকার লেনদেন নিশ্চিন্তে করার আহবান রেখে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা শেষ করেন।