ঢাকা
শিরোনাম

আজ ২৯ সেপ্টেম্বর (১১ আশ্বিন ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডাকাত সর্দার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হালিম পুলিশের খাঁচায় 

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে সরঞ্জামসহ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

আজকের সর্বশেষ সবখবর

কানাইয়া কুমারের মুখে কালি মাখিয়ে গনধোলাই দিল জনতা

Ovi Pandey
February 11, 2020 9:30 am
Link Copied!

দি নিউজ ডেক্সঃ CAA নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় ও স্থানীয় জনতা জোরপূর্বক কানাইয়া কুমারের মুখে পোড়া মবিল লেপে দিয়ে সেই সাথে গনধোলাই দিয়েছে।

বিহারের জেমুই জেলায় CAA এর বিরুদ্ধে মানুষজনকে বোঝাতে গেছিল কানহাইয়া কুমার। কিন্তু জনতা কানাইয়া কুমারের উপর এতটাই আক্রোশিত যে এই নিয়ে তার উপর চতুর্থবার জোরদার হামলা করা হয়েছে। বিগত ৩ বার কানহাইয়া কুমার  একটু আধটু তাড়া খেয়েছিল। তবে এবার জনতা তাকে বেধড়ক মারধর করেছে। কানাইয়া কুমারকে ধরে তার মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। জোরপূর্বক পোড়া মবিল কানাইয়া কুমারের মুখে লেপে দেওয়া হয়েছে। ঘটনা বিহারের জেমুই জেলার যেখানে CAA এর বিরুদ্ধে মানুষজনকে বোঝাতে গেছিল কানহাইয়া কুমার ।

কানহাইয়া কুমার তার কমরেডদের সাথে গিয়ে মহিসৌরী চৌকের কাছে পৌঁছেছিলা। সেখানেই ক্রুদ্ধ জনতা তার উপর চড়াও হয়। প্রথমে কিছু যুবক কানাইয়া কুমারের কাফেলা ঘিরে ফেলে এবং ডিম ছুঁড়ে আক্রমণ করে। এরপর যা ঘটে তা কানাইয়া কুমারের জন্য বেশ দুর্ভাগ্যজনক।

কানাইয়া কুমার যুবকদের হাতের নাগালে চলে এলে শুরু হয় বেধড়ক মারধর। যুবকরা কানাইয়া কুমারকে চড় থাপ্পড় মারতে থাকে গণধোলাই যাকে বলে। এরপর  কানাইয়া কুমারকে কিছুজন যুবক ধরে জোর করে পোড়া মবিল মুখে লাগিয়ে দেয়। কানাইয়া কুমারের মুখে কালি লাগানোর পর লোকজন একটু শান্ত হয়। যারপর পুলিশের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হয়।

http://www.anandalokfoundation.com/