বগুড়া প্রতিনিধি: নেই কোন জায়গা-জমি, নেই কোন অবকাঠামো কেবল মাত্র ভাড়া করা ছাত্র-ছাত্রীদের দ্বারা পিএসসি পরীক্ষা দিয়ে ও সরকারি বই বিতরণ করে শুধু কাগজে কলমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা চালিয়ে আসছে দির্ঘদিন ধরে। এছাড়াও এমপিও হাতিয়ে নেয়া ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠছে বগুড়ার শেরপুরের বাগড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা পরিচালনাকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এসব অবৈধ কর্মকা- বন্ধ করতে গত ২৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে একই গ্রামের সচেতন নাগরিকরা। জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের শহিদুল ইসলামসহ কয়েকজন মিলে ১৯৮০ সালে বাগড়া উত্তরপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা নামকরণ করে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান শুরু করে। পরবর্তীতে অনেক প্রতিকূলতার মধ্যে প্রতিষ্ঠানটি ঝিমিয়ে পড়ে। তবে বর্তমান সরকার দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিও ভূক্তকরণের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
খবরটি প্রকাশ হলে একই গ্রামের মাহবুবুর রহমান বকুল নামের এক ব্যাক্তি পূর্বের মাদ্রাসাটি রেখে রাতারাতি বাগড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা তৈরির উদ্যোগ নেয়। সেই মোতাবেক ওই ব্যাক্তি নিজে প্রধান শিক্ষক সেজে মাদ্রাসার অবকাঠামো নির্মাণ না করেও শুধু কাগজ-কলমেই মাদ্রাসার সকল কাজ সম্পন্ন করে আসছে। এমনকি ওই প্রতিষ্ঠানের অনুকূলে নিজস্ব শিক্ষার্থী না থাকলেও ভাড়া করা ছাত্র-ছাত্রী নিয়ে সরকারি বিনামুল্যের পাঠ্যবই বিতরণ ও পিএসপি পরীক্ষার ব্যবস্থা করে আসছে।
কাগজ-কলমে মাদ্রাসা তৈরি করে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের পায়তারা ও সরকারের শুভ উদ্দেশ্য ভেস্তে দিতে নিজ স্বার্থ চরিতার্থে অবৈধভাবে এমপিও হাতিয়ে নেয়ার চেষ্টা করে আসছে। বাগড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী ও অবকাঠামোবিহীন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বকুলের অবৈধ কর্মকা- বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একত্র হয় সচেতন গ্রামবাসী। এর প্রেক্ষিতে শহিদুল ইসলাম, জাহিদুল ইসলামসহ কয়েকজন গত ২৬ ডিসেম্বর শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বকুল বলেন, মাদ্রাসাটি ১৯৮০ সালে নিজস্ব জমি’র উপরেই ছিল, তৎকালীন সময়ের পর জমিদাতা পরিবার ওই জমি বিক্রয় করে দেয় এবং মাদ্রাসা থাকতে দিবে না মর্মে জানায়। সে কারণে এলাকার কিছু লোকজন নিয়ে একটি কমিটির গঠনের মাধ্যমেই গত কয়েকদিন থেকে ওই মাদ্রাসাটি বাগড়া স্ট্যান্ড এলাকায় নিয়ে এসে কার্যক্রম শুরু করেছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।