ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে সাড়ে তিন কেজি গাঁজা, তিন বোতল হুইস্কি ও একটি মাইক্রোবাসসহ রাজু মিয়া নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
আটক রাজু উপজেলার খাড়েরা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, মাদকসহ আটক ব্যক্তিকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।