বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কাজের সময় ফেসবুক ব্যবহারে এখন থেকে হয়তো কোনো বিধি নিষেধ থাকবে না। কেননা, খুব শিগগিরই ফেসবুক চালু করতে যাচ্ছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’। ফলে অফিসের কর্তাব্যক্তিরাই নিজে থেকে আপনাকে ফেসবুক ব্যবহার করতে বলবে।
বিভিন্ন অফিসে কর্মচারীদের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করতে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুব তাড়াতাড়ি নিয়ে আসছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’।
নির্দিষ্টভাবে শুধু মাত্র বিভিন্ন অফিসের জন্যই আসছে ফেসবুকের এই নয়া অ্যাপ্লিকেশন। ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’-এ থাকছে মেসেঞ্জারের কায়দায় ‘ওয়ার্ক চ্যাট’-ও। সহকর্মীরা গ্রুপ চ্যাটের সঙ্গেই একজন আর এক জনের সঙ্গেও চ্যাট করতে পারবেন। থাকবে ফটো শেয়ারিং, ভিডিও কলের সুবিধাও। শেয়ার করা যাবে ডকুমেন্টস, ডিসকাশন, ইভেন্টস ও প্রজেক্টের খুঁটিনাটি।
ফেসবুক জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ চালু হওয়ার আগে ৩০০টি সংস্থা ইতিমধ্যেই এই অ্যাপ্লিকেশনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে দিয়েছে।
গুগল প্লে স্টোরে চলে এসেছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’। আইওএস-এ মিলবে কিছু দিনের মধ্যেই। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য কর্মচারীদের জন্য নয়া অ্যাকাউন্ট খুলে দেবে বিভিন্ন সংস্থাই। ইউসাররা চাইলে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সঙ্গে ওয়ার্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।