বিশেষ প্রতিনিধিঃ নভেম্বরে সাড়ে ৪ শতাংশ কমেছে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ। গত মাসে দেশটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ানে।
এ নিয়ে টানা নবম মাসের মতো কমলো দেশটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ। এ সময়টায় রফতানি ৩ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ইউয়ানে। আমদানি ৫ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১ হাজার কোটি ইউয়ানে। এ কারণে চীনের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩’শ ১০ কোটি ইউয়ান।
গত ১১ মাস চীনের বাণিজ্যিক অংশীদার দেশ হিসেবে সর্বোচ্চ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আশিয়ানের সদস্যভুক্ত দেশগুলো।