দি নিউজ ডেস্কঃ মাশরুমকে ব্যাঙের ছাতা বলে ঘৃনা করা হতো এখন মানুষ সেটাও খাচ্ছে। এক সময় কচুরলতি কেউ খেতো না এখন খায়, তাই কচুরিপানা নিয়ে গবেষণা করছি বলে জানালেন বাণিজ্যমন্ত্রী।
শনিবার বিকেলে রংপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন তো খাচ্ছে।
কচুরিপানা খাবার উপযোগী কি না তার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরিকল্পনা মন্ত্রীর কচুরিপানা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কচুরিপানা পরীক্ষা নিরীক্ষা চলছে। ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে।