ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ঔষধ কোম্পানির বিড়ম্বনায় অতিষ্ঠ রোগী ও চিকিৎসকেরা

Ovi Pandey
February 25, 2020 10:48 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের জ্বালায় অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চাপে থাকছেন চিকিৎসকেরাও।

ঠাকুরগাঁওয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের জ্বালায় অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা শেষে কক্ষ থেকে বের হলেই ব্যবস্থাপত্রের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। রোগীর জরুরি মুহূর্তও আমলে নেন না। তাদের উদ্দেশ্য, উপহারপ্রাপ্ত চিকিৎসকরা তাদের কোম্পানির ঔষধ লিখেছেন কিনা, সেটা দেখা। এতে রোগী বিরক্ত বা রোগীর প্রাইভেসি নষ্ট হলেও তাদের কিছু আসে যায় না। কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চাপে থাকছেন চিকিৎসকরা।

একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, যে চিকিৎসক যে ঔষধ কোম্পানির ভক্ত, সে চিকিৎসক অন্য ভালো কোম্পানির ঔষধের নাম লেখেন না। কারণ, চিকিৎসকের কক্ষের বাইরে অবস্থানরত কোম্পানির প্রতিনিধিরা যদি দেখেন, তাদের কোম্পানির ঔষধের নাম লেখা হচ্ছে না, তখন তারা তদবির শুরু করেন।
চিকিৎসকরা যাতে তাদের কোম্পানির ঔষধের নাম লেখেন, সে জন্য ঔষধ কোম্পানিগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। এটি উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে চিকিৎসকদের খুশি রাখার প্রতিযোগিতা। এই উপহার কলম, প্যাড থেকে শুরু করে ঘরে ব্যবহারের জন্য বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, এমনকি বিদেশ ভ্রমণ পর্যন্ত গড়ায়।
এ বিষয়ে একাধিক চিকিৎসক বলেন, কোম্পানি উপহার দিতেই পারে। অনেকে গ্রহণ করেন আবার অনেকে গ্রহণ করেন না। তাদের কথায় কেউ ঔষধ লেখেন না। যে রোগীর জন্য যে ঔষধ প্রয়োজন, সে ঔষধই দেয়া হয়ে থাকে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিক্রয় প্রতিনিধি জানান, রোগী বা স্বজনদের বিরক্ত করার কোনো উদ্দেশ্য নেই তাদের। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতেই তাদের এ প্রচেষ্টা। এটিই তাদের চাকরি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বলেন, রোগীর ব্যবস্থাপত্রের ছবি তোলা অন্যায়। এতে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়। চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর রোগী ঔষধ সংগ্রহে ব্যস্ত থাকেন। সে সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ব্যবস্থাপত্রের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আগামী সপ্তাহ থেকে হাসপাতালের ভেতরে ও বাইরে কোনো ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রোগীর ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না। সে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নতুন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ ছাড়া অন্য কোথাও কোনো বিক্রয় প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্নিষ্ট সবাইকে লিখিতভাবে জানানো হবে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার রায় বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। আশা করি, আগামীতে বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা কোনো রোগীর ব্যবস্থাপত্রের ছবি তুলতে আসবেন না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, এই অনৈতিক চর্চার কারণে রোগীর কোনো লাভ হচ্ছে না। উল্টো ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চাপে থাকছেন চিকিৎসকরা। তাই আমাদের একত্র হয়ে এ কাজ বন্ধ করতে হবে।
http://www.anandalokfoundation.com/