দি নিউজ ডেস্কঃ আমরা ১৫ কোটি মুসলিম মিলে ১০০ কোটি হিন্দুকে হিন্দুদের হেলিয়ে দেব বলে হুমকি দিলেন অল ইন্ডিয়া মজলিস এর প্রাক্তন বিধায়ক ওয়ারিস পাঠান।
ভিডিওতে ওয়ারিস পাঠান মোদী শাহ এর বিরুদ্ধে চরম পরিমাণে বিষ উগড়ে দেন। উনি এও বলেন, বুকে গুলি খাব, তাও কাগজ দেখাব না। উনি এও বলেন যে, যারা সিএএ এর বিরুদ্ধে প্রদর্শন করছে, তাঁরা এই দেশের সংবিধান বাঁচানোর চেষ্টা করছে। ওঁরা এই দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে, আর তাঁরা এই দেশকে ধর্মনিরপেক্ষ দেশ বানাতে আন্দোলন করছে। ওয়ারিস পাঠানের ১৫ মিনিটের ওই ভাষণে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) বাঘ বলে সম্বোধন করেন, আর সিএএ এর বিরুদ্ধে প্রদর্শন করা মহিলাদের বাঘিনী বলেন।