দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন , ডেল্টা ও বিটার তুলনায় তিনগুণের বেশি শক্তিশালী ওমিক্রন ।
দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডোমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড এনালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে লিখেছেন, ‘সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছে যাদের প্রাথমিক সংক্রমণ পূর্ববর্তী তিনটি করোনা ঢেউকালীন সময়ে ঘটেছে।
এদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা বেশি পুনঃআক্রান্ত হয়েছেন।