13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এমপি হোস্টেলে সংসদ সদস্যের ছেলের আত্মহত্যা

admin
January 21, 2018 11:16 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ এমপি হোস্টেল থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এমপিপুত্র। শনিবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা শরিফুল্লাহ কাইসার সুমন।

জানা গেছে, বাবা এমপি মুস্তফা লুৎফুল্লাহর রবিবার সংসদে অধিবেশনে যাওয়ার কথা রয়েছে। সকলে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজনও মৃত্যুর কারণ বলতে পারছেন না।

শেরে বাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেলে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

http://www.anandalokfoundation.com/