বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে আসছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার চলাফেরায় মোবাইল ফোন চার্জ গ্রহণ করবে। বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যাকটেরিয়া ব্যবহারের ওপর সফলতা অর্জন করেছে বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল দাবি করেছেন, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণীক ‘উইন্ড-ফার্ম’ বা বাতাস চালিত শক্তি উৎপাদন করে তা দিয়েই স্মার্টফোনের ব্যাটারি পরিচালিত হবে।
এই প্রক্রিয়াতে কম্পিউটারের অপটিক্যাল মাউস ও চলতে পারবে। অন্যান্য আণুবীক্ষণিক যন্ত্রগুলোতেও এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। তবে কবে নাগাদ এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে উৎপাদিত হবে সে বিষয়ে খোলাসা করেননি গবেষকরা।