ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এবার একসঙ্গে গাইলেন ভুবন বাদ্যকার ও হিরো আলম

নিউজ ডেক্স
April 10, 2022 12:20 pm
Link Copied!

এবার একসঙ্গে গান গাইলেন ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন বাদ্যকার ও বাংলাদেশের আশরাফুল আলম ওরফে হিরো আলম।

লেকটাউনের একটি স্টুডিওতে শনিবার তাদের গান রেকর্ড করা হয় ।

গানের নাম ‘ফানি’। গানটি লিখেছেন এফএ প্রীতম। সংগীত পরিচালনায় অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ গানের ভিডিও নির্মাণ হবে পরে। ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

http://www.anandalokfoundation.com/