মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, আমাদের এবারে বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং বাংলাদেশের সর্বোচ্চ বাজেট। বাজেটের মধ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে মনে হলেও মানুষের আয় ও বৃদ্ধির পেয়েছে। তাছাড়া রাজস্বের আয় বৃদ্ধি না পেলে, দেশের যে উন্নয়ন সেটা হবে কিভাবে। আজ সকালে মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্র শকুনি লেক পাড়ে পলাশী থেকে ধানমন্ডি ঐতিহাসিক স্মৃতিসৌধ নির্মাণ কাজ পরিদর্শন কালে এ কথা বলেন তিনি
তিনি বাজেট সম্পর্কে আরো বলেন, এই আমরা বাঙ্গালী জাতি বিশেষ করে গরুর মাংস খাই, এটার উপর ভ্যাট হ্রাস করা হয়েছে। তাই এই বাজেটে গরুর মাংসের দাম কমবে।
এসময় মাদারীপুরের সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এবং পলাশী থেকে ধানমন্ডি ঐতিহাসিক স্মৃতিসৌধ নির্মাণের ঠিকাদার উপস্থিত ছিলেন।