ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় একই দিনে স্কুল ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

Link Copied!

পাইকগাছায় এক দিনে হ্যাট্রিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে চাঁদখালীর ধামরাইলে ১ জন স্কুল ছাত্রী,কৈয়েসিটিবুনিয়ায় ১ যুবক ও লস্করের খড়িয়া খালপাড়ে সদ্য বিবাহিতা এক নারী আত্মহত্যা করেছেন বলে
পুলিশ জানিয়েছেন। থানা পুলিশ জানিয়েছে, চাঁদখালীর ধামরাইল গ্রামের আবুল কাশেম মোড়লের ১০ শ্রেনীতে পড়ুয়া মেয়ে ফারিয়ার মোবাইল কিনে না দেয়ার অভিমান করে সে শনিবার রাত ১২-১টার মধ্যে বসত ঘরের আড়ায় গলায় ওড়না
পেঁচিয়ে আত্মহত্যা করে।

একই ইউপির কৈয়েসিটিবুনিয়ায় শামিম হোসেনের ঘের কর্মচারী মোহিত কুমার
মন্ডল ( ২৭) শনিবার রাত ৯ টার দিকে গঁলায় রশিতে আত্মহত্যা করে। পুলিশ বলছে সে ঋনের দায়ে আত্মহনন করেছেন।
আবার অনেকে বলেছেন প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটতে পারে। সে লস্কর ইউপি কেওড়াতলার দীনেশ মন্ডলের ছেলে।
এদিকে শনিবার রাত ১১ টার পর কোন সময়ে নববিবাহিতা জুই (১৯) নামে এক নারী লস্কর ইউপির খড়িয়া খালপাড় মামার
বাড়ীর পাশ্বের ঘরে গঁলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুত্র জনায় ১৬ দিন পুর্বে লিটন গাজীর সাথে তার বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান,৩ টি
আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক-পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে । মৃতদেহের সুরোতহাল শেষে কোন অভিযোগ না
থাকায় ২ জনের লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে ও আপত্তি করায় ১ জনের লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে
পাঠানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/