এস.এম. সাইফুলইসলামকবির, বাগেরহাটঅফিস :উপকুলবাসিসুপারসাইক্লোনসিডর-আইলার ১১ বছরপরেওবাগেরহাটে দূর্যোগ মোকাবেলারজন্য পর্যাপ্তঘূর্নিঝড়আশ্রয়কেন্দ্র ও বেড়িবাধগড়েউঠেনি। যারফলেপ্রাকৃতিক দূর্যোগেরআতংককাটেনিউপকুলবাসির। দুর্যোগকালিন ও পরবর্তীকরনীয়বিষয়প্রশিক্ষননিয়েসচেতনতা সৃষ্টিহলেওঅবকাঠামো ও প্রয়োজনীয়সরঞ্জামেরঅভাবেহতাশায়উপকুলবাসি। এ অবস্থায়পর্যাপ্তঘুর্নিঝড়আশ্রয় কেন্দ্র ও দ্রুত টেকসই বেড়িবাধনির্মানের দাবী এলাকাবাসীর।
২০০৭ সালের ১৫ই নভেম্বররাতেপ্রলয়ংকারীসুপারসাইকোনসিডরআছড়েপড়েবাগেরহাটেরউপকুলেরশরণখোলা, মোড়েলগঞ্জসহ জেলার ৯টি উপজেলায়। ঘুর্নিঝড়েরপ্রভাবে ১০-১২ ফুটউচ্চতারজলোচ্ছাসেলন্ডভন্ডহয়েযায়বাগেরহাটেরজনপদেরহাজারহাজারবাড়ি ঘর, পাশাপাশিমারাযায়নারীপুরুষশিশু। পর্যাপ্তসাইকোন শেল্টারেরঅভাবেসিডরে এ অঞ্চলেপ্রাণহানিরপরিমান বেশিঘটেছিলবলে দাবিবিশেষজ্ঞদের।
এরইমধ্যে সিডরের ১১ বছর পেরিয়ে গেলেও দুর্গতএলাকাগুলোতেনির্মানহয়নিপর্যাপ্তসাইকোন শেল্টার ও বেড়িবাধ। অথচ এখনওপ্রতিবছরবর্ষার মৌসুমেশরনখোলাউপজেলারসাউথখালীইউনিয়নের বেড়িবাধ ভেঙে ক্ষতিগ্রস্থ হচ্ছেএলাকাবাসি। তবেবিভিন্ন দুর্যোগের পর ইউনিয়নপরিষদ ও বেসরকারিউন্নয়নসংস্থা জাগ্রতযুবসংঘেরমহড়াপ্রকল্পেরমাধ্যমে প্রশিক্ষননিয়েঅনেকেসচেতনহয়েছেন দুর্যোগসম্পর্কে।
বাগেরহাটের ৯ উপজেলায়বর্তমানেসরকারি-বেসরকারিমিলিয়ে ২৩৪ টিঘূর্ণিঝড়আশ্রয় কেন্দ্রে রয়েছে। তবে বিদ্যমানজনসংখ্যাঅনুযায়ীআরও ৩ শতাধিকসাইকোন শেল্টারের প্রয়োজনরযেছে।
শরণখোলাউপজেলারউত্তরসাউথখালীগ্রামের মোঃরতনখান (৩৫) বলেন, ছোট বেলা থেকেই দেখছিআমাদেরনদীর পার ভেঙ্গে গ্রামেরঅনেকেরবাড়ি ঘর বিলীনহয়েযাচ্ছে। এখননদীপ্রায়আমাদেরবাড়িরকাছেচলেআসছে। নদীর ভাঙ্গন ঠেকানোনা গেলেআমরাবসবাসকরতেপারবনা।
একই উপজেলাররায়েন্দা গ্রামেরআব্দুসসালামবলেন, আমারবাড়ি থেকে সাইকোন শেল্টারঅনেক দূরে, দুর্যোগেরসময়গ্রামেরঅনেক লোকআশ্রয়নিতেযায়। কিন্তু পর্যাপ্তজায়গানা থাকায়অনেকেইআবারবাড়িতেফিরেযায়। সিডরেরসময়সাইকোন শেল্টারেজায়গানা পেয়েবাড়ি ফেরারসময়ওমারাযায়অনেকে।
রায়েন্দা গ্রামেরআব্দুররব চোকিদার (৫৫) বলেন, সিডর ও আইলারপরেআমরা ভেবেছিলামআমাদের যে ক্ষতিহয়েছেতাতেসরকারআমাদের ভেড়িবাধ ও প্রয়োজনীয়সাইকোন শেল্টার তৈরিকরে দিবেন। কিন্তু কিছুইহয়নি। ভেড়িবাধনির্মানেরনামেশুধু ক্ষতিগ্রস্থ লোকদেরআইওয়াশকরাহচ্ছে।
মোঃইমরান হোসেন, হারুনমুন্সি, মোঃকুদ্দুসগাজীসহআরওঅনেকেবলেন, সিডরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিলসাউথখালীইউনিয়ন। কিন্তু এখানেগ্রামরক্ষারজন্য ৩৫-১ পোল্ডারের যে বাধ সেটিএখনওসঠিকভাবেনির্মানহয়নি। পর্যাপ্তসাইকোন শেল্টারওগড়েওঠেনিএখানে।
শরনখোলাউপজেলারসাউথখালীইউনিয়নপরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনবলেন, আমাদেরএলাকায়পর্যাপ্তসাইকোন শেল্টার নেই। যাআছেতাতেসংকুলানহয়না। আরওসাইকোন শেল্টার দরকার। দুর্যোগকালিন ও পরবর্তীকরনীয়বিষয়শুধুপ্রশিক্ষণনিলেহবেনা। প্রশিক্ষনের পর সরঞ্জামাদিও দরকার। আরও বেড়িবাধ ও সাইকোন সেল্টার প্রয়োজন।
বেসরকারীউন্নয়নসংস্থা জাগ্রতযুবসংঘমহড়াপ্রকল্পেরপ্রশিক্ষক মো. নুরনবীআলমবলেন, সিডর ও আইলার পর থেকে সরকারী ও বেসরকারীউন্নয়নসংস্থার উদ্যোগেউপকুলীয়এলাকাবাসিকে দুর্যোগকালিন প্রস্তুতি ও পরবর্তীকরনীয়বিষয়প্রশিক্ষন দেয়া হয়। দূর্যোগব্যবস্থাপনা যে কমিটিগুলোআছে সেগুলোরসক্ষমতা বৃদ্ধিরজন্য কাজকরছি,। এখনমানুষঅনেকসচেতনহয়েছে।
বাগেরহাট জেলাপ্রশাসকতপনকুমারবিশ্বাসবলেন, বাগেরহাটেরবিভিন্নউপজেলায় দৃর্যোগবিষয়েসচেতনতামুলকপ্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখন যেকোনসময় দূর্যোগেরবিষয়েঅবহিতকরলেমানুষজনকেসরিয়েআনা সম্ভব। কিন্তু সাইকোন শেল্টারপর্যাপ্তনয়, আরওহলেভালহয়। এখনওকিছুকিছুকাজচলছে। এব্যাপারেসরকারেরআরওপরিকল্পনারয়েছে। তিনিআরওবলেন, বাগেরহাটের ৯ টিউপজেলায়সরকারি-বেসরকারিমিলিয়ে ২৩৪ টিঘূর্ণিঝড়আশ্রয় কেন্দ্রে রয়েছে। এছাড়াবিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাধনির্মানকাজচলমানরয়েছে।