13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ট্রেনের টিকেটযুদ্ধ শুরু

admin
September 15, 2015 9:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে স্টেশনে দেখা গেছে টিকেটপ্রত্যাশীদের চিরাচরিত সেই ভিড়। অনেকে সোমবার রাত থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন বলে জানালেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে গেলেও টিকেট বিক্রি শুরু হয় সকাল ৯টা থেকে। প্রথম দিন দেওয়া হচ্ছে ২০ সেপ্টেম্বরের টিকেট। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মুজিবুর রহমান জানান, মেইল ট্রেন ও এলাকাভিত্তিক ট্রেনের জন্য আলাদা সারি করে টিকেট বিক্রি হচ্ছে। ‘সবাই সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। তবে রাতে যাঁরা এসেছেন তাদের টোকেন দেওয়া হয়েছে। সেই টোকেন নিয়ে অনেকে সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন। মিরপুর থেকে কিশোরগঞ্জের টিকেট কিনতে আসা অটোরিকশাচালক আমির হোসেন ও মজিবুর রহমান জানালেন, রাতেও তারা একবার এসেছিলেন, তখন হাতেগোনা কয়েকজন ছিলেন। কিন্তু সকালে এসে লাইনে অসংখ্য মানুষ দেখতে পান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সোহেল, আশিক ও নাহিদ রাতে সংগ্রহ করা টোকেন নিয়ে সকালে এসে যশোরের টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তারা টিকেট হাতে পাননি।

বুধবার বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট পাওয়া যাবে। ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকেট পাওয়া যাবে। ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট। ঈদের আগে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর তিনদিন ও ঈদের পরে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাতদিন পাঁচ জোড়া ‘স্পেশাল’ ট্রেন চলবে। আর ঈদের দিন শোলাকিয়ায় যাওয়া-আসা করবে দুটি বিশেষ ট্রেন। ‘স্পেশাল’ ট্রেনগুলোর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল ১ ও ২ চট্রগ্রাম-চাঁদপুর, পার্বতীপুর স্পেশাল ঢাকা-পার্বতীপুর এবং খুলনা স্পেশাল ঢাকা-খুলনা রুটে চলাচল করবে।

রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ঈদ উপলক্ষে রেল বহরের নিয়মিত ৮৮৬টি কোচের সঙ্গে ১৩৮টি যাত্রীবাহী কোচ যুক্ত করা হবে। আর নিয়মিত চলাচলকারী ১৯৯টি ইঞ্জিনের সঙ্গে আরও ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে। ঈদে যাত্রীদের যাওয়া-আসা নির্বিঘœ করতে ২০ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

http://www.anandalokfoundation.com/