14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচনের জের আগৈলঝাড়ায় যুবলীগ সম্পাদককে কুপিয়ে মূর্মুষ অবস্থায় সড়কে ফেলে রাখে বিদ্রোহী প্রার্থীর ছেলে। মুর্মুষ অবস্থায় হাসপাতালে ভর্তি

admin
December 1, 2016 3:13 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনের জের ধরে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীর ছেলের নেতৃত্বে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রস্তুতি চলছে বলে যুবলীগ নেতার পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ইউপি ইউপি নির্বাচনে উপজেলার রতœপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়ন পান গোলাম মোস্তফা সরদার। ওই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন শাহিন আলম টেনু।

আওয়ামীলীগের প্রার্থী গোলাম মোস্তফা সরদারকে রতœপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সুন্দরগাঁও গ্রামের শওকত হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার সমর্থন এবং তার পক্ষে মাঠে ভোটের জন্য কাজ করেন। এতে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজিব সন্যামত ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাতে বাগধা-মাহিলাড়া ওয়বদা সড়কের বেলুহার মাদ্রাসা সংলগ্ন স্থানে যুবলীগ সম্পাদক সাইয়েদকে একা পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজিব সন্যামতের নেতৃত্বে ৩-৪জনের একটি দল চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে মুর্মুষ অবস্থায় সড়কে ফেলে রাখে।

পথচারীরা দেখে যুবলীগ নেতা সায়েদকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাইয়েদের পরিবার থেকে মামলা প্রস্তুতি চলছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

http://www.anandalokfoundation.com/