স্পোর্টস নিউজ, ছবির আহমেদ আবিরঃ ২০০০ সালের টেস্ট ক্রিকেট খেলার স্বীকৃতি পাওয়ার পর কতই না সেরা ক্রিকেটার দেখেছে বাংলাদেশ ক্রিকেট। অনেকে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেছেন, আবার অনেকে জাতীয় দলের পক্ষে নিজেকে ঢেলে দিয়েছেন। অনেকে ভাল ক্রিকেট খেলতে খেলতে অবসর গ্রহন করেছেন আবার অনেকে নিজের সেরা খেলেটা দেখাতে না পেরে দলের বাইরে আছেন। এমন অনেক ক্রিকেটার তাদের ভাল খেলাটা খেলার পরও প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে দলে জায়গা করে নিতে পারছে না। ঠিক তেমনি ক্রিকেটারদেরকে ব্যস্ত রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট লিগ করার উদ্যোগ নিয়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে শুরুহওয়া এই ক্রিকেট লিগে জায়গা পাবে আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, নাফিস ইকবাল, অলক কাপালী, তুষার ইমরান, ফয়সাল হোসেনদের মতো অভিজ্ঞদের পাশাপাশি নিজ বিভাগের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলামের মতো তরুণরাও। আর যেখানে সুযোগ আসছে জাতীয় দল থেকে বাদ পরা কিংবা বসে থাকা প্রায় ৩০ জন ক্রিকেটারের। তাছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের সাথে খেলা করার জন্য তরুণ ক্রিকেটারদের এক সাথে খেলা করার সুযোগ থাকে অনেক কম তাই এমন লিগ হওয়াতে বলা চলে তরুণদের অনেকসুযোগটা বেশি আসবে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে বরিশাল। অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়বে সিলেট ও চট্টগ্রাম। তাছাড়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হচ্ছে খুলনা বিভাগ এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো।
জাতীয় দল এবং দলের বাইরে যে সকল ক্রিকেটাররা এই লিগে সুযোগ পাচ্ছে এবং যে দলের হয়ে খেলবেন সেই স্কোয়াডটি তুলে ধরা হল। ঢাকা মেট্রো: মাহমুদউল্লাহ, সৈকত আলী, সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ,শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফ উল্লাহ, জাবিদ হাসান (উইকেটরক্ষক), ইলিয়াস সানি, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মেহরাব হোসেন, আসিফ হাসান। রাজশাহী: মুশফিকুর রহিম, জহুরুলইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, তৌহিদ তারেক, জুবায়ের আহমেদ, নেহাদ উজ জামান, অভিষেক মিত্র, নাজমুল হোসেন শান্ত। রংপুর: সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভীর হায়দার, সাজেদুল ইসলাম, বিশ্বনাথ হালদার, নবীন ইসলাম, সায়মন আহমেদ, সাদ্দাম হোসেন, তারিক আহমেদ রুবেন, সাদ্দাম হোসেন, সন্দীপ সাহা দীপ। চট্টগ্রাম: তামিম ইকবাল, নাফিস ইকবাল, ইরফান শুক্কুর, তাসামুল হক, ফয়সাল হোসেন, ইয়াসিন আলী রাব্বি, মোহাম্মদ মনিরুজ্জামান, ইফতেখার সাজ্জাদ, নাঈম ইসলাম জুনিয়র, সাজ্জাদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান রানা, মোহাম্মদ ইউনুস। সিলেট: ইমতিয়াজ হোসেন, রুম্মান আহমেদ, আলক কাপালী, রাজিন সালেহ, আবুল হাসান, নাজমুল হোসেন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক, সায়েম আলম, আহমেদ সাদিকুর রহমান, রাহাতুল ফেরদৌস, শাহনাজ আহমেদ, নাসুম আহমেদ, জাকির হাসান। ঢাকা: মোহাম্মদ শরীফ, রাকিবুল হাসান, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ রুবেল,নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির, নাসিরুদ্দিন ফারুক, মোহাম্মদ মাসুম, সগির হোসেন, মাহবুবুল আলম, জয় রাজ শেখ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাইশুকুর রহমান। খুলনা: আব্দুর রাজ্জাক, ইমরুলকায়েস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নুরুল হাসান, সাকিব আল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত, মেহেদী হাসান মিরাজ। বরিশাল: শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ নুরুজ্জামান, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম চৌধুরী, সোহাগ গাজী, আল আমিন, শাহিন হোসেন খান, মনির হোসেন খান, তৌহিদ ইসলাম, মোসাদ্দেক হোসেন।